সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৭ ১১:৩৮

ডা. মিলন দিবস আজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে সরকারী মদদে সন্ত্রাসীদের গুলিতে ২৭ নভেম্বর নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। আজ তার ২৭তম মৃত্যুবার্ষিকী।

তাঁর মৃত্যু এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার করে এবং রাজনৈতিক সংগঠন ও ছাত্রদের তীব্র আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ডা. মিলন সহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আরও কয়েকজন নিহত হলে এক সময় তীব্র গণ-আন্দোলনের মুখে এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর নির্বাচনের মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তবে এরশাদের দল জাতীয় পার্টি বর্তমানে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, এবং এরশাদ নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিযুক্ত।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে শহীদ ড. মিলনের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (২৭ নভেম্বর) সকালে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ মিলনের সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। ডা. মিলনের মা সেলিনা আখতারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা বর্তমান আওয়ামী লীগ নেতা শফি আহমেদ, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।

ডা. মিলন তৎকালীন বিএমএ’র নির্বাচিত যুগ্ম সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং ঢাকা কলেজের বায়োকেমিস্ট বিভাগের প্রভাষক ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত