বেনাপোল প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৭ ১৪:০৮

বেনাপোলে ফের স্বর্ণেরবারসহ যাত্রী আটক

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণেরবারসহ মোস্তাফিজুর রহমান (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ওই যাত্রী ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কোনাইসার গ্রামের তোতা মিয়ার ছেলে।

এর আগে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণেরবারসহ ভারতের দিল্লি উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জীব বর্মা ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুলকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল শূন্য রেখা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করে তার পায়ুপথ থেকে ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২শ’ গ্রাম । আটককৃত স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং স্বর্ণ কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত