সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৩

বিজয় দিবসে সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত

বিজয় দিবসে কুড়িগ্রামের একটি সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘটনা ঘটেছে।
 
জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসে বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় সকাল থেকে বেলা একটা পর্যন্ত ছিল। পরে পথচারীরা দেখে ক্ষোভ জানালে পতাকা উত্তোলন করা হয়।

এসংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক প্রথম আলো।

পথচারী আবদুল মালেকের বরাত দিয়ে প্রথম আলো জানায়, বিজয় দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম। কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে কুড়িগ্রাম কলেজ মোড়ে অবস্থিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে। তারা বেলা একটা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। এ দৃশ্য দেখে মানুষ হতবাক হয়ে যায়।

কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিজয় দিবসে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশা করেন তিনি।

এবিষয়ে অধিদপ্তরের প্রকৌশলী মণিকুমার সরমা বলেন, ‘অফিসের পিয়ন ভুলবশত এটা করেছে। আমরা সবাই সকালে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। পরে আমি যখন জানতে পারি, তখনই জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করা হয়েছে।’

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত