বেনাপোল প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৭

অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্তে নাইজেরিয়ান আটক

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল সীমান্ত থেকে স্টিভিন ওসাটো নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তবর্তী গাতিপাড়া তেরঘর এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি নাইজেরিয়ান পাসপোর্ট উদ্ধার করা হয়। যার নং- এ ০৮১৪৬৮৭২। উক্ত পাসপোর্টে দেখা যায়, সে নাইজেরিয়া থেকে ভারতে ব্যবসায়ীক ভিসা লাগিয়ে ১২ ডিসেম্বর নয়াদিল্লীতে আসে। ধারনা করা হচ্ছে, বাংলাদেশি ভিসা না থাকায় সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

বিজিবি জানায়, মানবপাচারের গোপন খবর পেয়ে বেনাপোল সীমান্তের তেরঘর এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, অবৈধ পথে ভারত থেকে প্রবেশকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। আটক নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত