সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৯

মুক্তিযোদ্ধাকে কটূক্তি: সাংসদ মোজাম্মেলের শাস্তি দাবি

মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রতিবাদে শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম সমন্বয় কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও জাজিরা এলাকাবাসী সাংসদের শাস্তিরও দাবি জানায়।

গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা থানায় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সঙ্গে সাংসদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও কেন মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্থ করা হচ্ছে? মুক্তিযোদ্ধার সন্তানদের কেন রাস্তায় নামতে হচ্ছে?

তিনি বলেন, একজন সাংসদ মুক্তিযোদ্ধাকে যে ভাষায় গালি দিয়েছেন, এটা কোনোভাবে কাম্য নয়। শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

‘বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’-এর সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ সাংসদ মোজাম্মেল হকের অপসারণ দাবি করেন। তিনি সাংসদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেন।

অভিযোগের বিষয়ে সাংসদ বি এম মোজাম্মেল হক বলেন, এলাকায় তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবারক আলী শিকদার ও মজিবর মাস্টার এসব করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, এসবই করা হচ্ছে আগামী নির্বাচন সামনে রেখে তাকে হেয় করার জন্য।

ভিডিওতে দেখা যায়, ওই দিনের সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাংসদ মোজাম্মেল হককে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলতে দেখা গেছে। কথা বলার একপর্যায়ে সাংসদ মোজাম্মেল ওই মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

সাংসদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শামসুল হক খান বলেন, ‘সেদিন অনুষ্ঠানে এক মুক্তিযোদ্ধার সঙ্গে সাংসদের কথা হয়েছিল। সেখানে তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। আজ আমরা মুক্তিযোদ্ধারা বসে কথা বলেছি। কোনো মুক্তিযোদ্ধা সেদিনের বিষয়ে আপত্তি করেনি।’

আপনার মন্তব্য

আলোচিত