সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ২১:১১

জামা উড়িয়ে ট্রেন দুর্ঘটনা থেকে যাত্রীদের বাঁচালেন মাসুদ

নিজের গায়ের জামা খুলে তা উড়িয়ে বড় ধরনের এক দুর্ঘটনা থেকে ধুমকেতু এক্সপ্রেসের যাত্রীদের সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন খন্দকার মাসুদ নামের এক ব্যক্তি।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর উঠে পড়ে। ঠিক ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বড় ধরনের বিপদ আঁচ করে বঙ্গবন্ধু সেতুতে কর্মরত পেট্রোলম্যান মাসুদ নানাভাবে দ্রুত গতিতে আসা ট্রেনটিকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এক পর্যায়ে ট্রেনটি ট্রাকের আরো কাছাকাছি চলে আসে। তখন নিজের পরিহিত জামা খুলে তা উড়িয়ে ট্রেন চালকের দৃষ্টি আর্কষণ করেন মাসুদ। তার সংকেত বুঝতে পেরে চালক ট্রেনটি থামাতে সক্ষম হন।

খন্দকার মাসুদ জানান, আধাঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে রেললাইন থেকে সরানোর পর পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে যাত্রা করে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সুত্র: চ্যানেল আই অনলাইন

আপনার মন্তব্য

আলোচিত