সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৮ ১৪:০৪

চট্টগ্রামে নারীকে গুলি করে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে পাঁচ বছর আগে প্রতিবেশী নারীকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর সবুর মামলার বিচারকার্য চলাকালীন সময় জামিন নিয়ে পালিয়ে যান। ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহারে জানা যায়, ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা আব্দুর সবুর পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে তার প্রতিবেশী মোজাহের আহমেদের বাড়িতে হামলা চালান। হামলার এক পর্যায়ে আসামি সবুর মোজাহেরের দিকে গুলি ছুড়লে তা লাগে দিলোয়ারার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত