বেনাপোল প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০১৮ ২০:৩০

‌বেনা‌পোল সীমা‌ন্তে বিপুল প‌রিমান আতশ বা‌জি উদ্ধার

বেনা‌পোল খুলনা ক‌মিউটার ট্রেন থে‌কে সা‌ড়ে তিন মন ভারতীয় আতশ বা‌জি উদ্ধার ক‌রে‌ছে বেনা‌পোল শুল্ক গো‌য়েন্দা সদস্যরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকা‌লে বেনা‌পোল খুলনা ক‌মিউটার ট্রেন থে‌কে নাভারন নামক স্থান থে‌কে এ আতশ বা‌জি উদ্ধার ক‌রা হয়।

‌বেনা‌পোল শুল্ক গো‌য়েন্দার ডেপু‌টি ক‌মিশনার মোহাম্মাদ সা‌দিক ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে যাওয়া ক‌মিউটার ট্রে‌নে অবস্থান নি‌য়ে নাভারন স্টেশন পার হ‌য়ে কিছুদুর গে‌লে ট্রেন‌টি স্টেশন‌বিহীন জায়গায় দা‌ড়ি‌য়ে ভারতীয় আতশ বা‌জি উঠায়। ঐ সময় বা‌জিগু‌লো উদ্ধার ক‌রে বেনা‌পোল নি‌য়ে আসা হয়। ত‌বে কোন চোরাকারবা‌রি‌কে আটক করা যায় নি। উদ্ধারকৃত সা‌ড়ে তিন মন বা‌জির মুল্য আনুমা‌নিক আড়াই লাখ টাকা।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন রাজস্ব সহকা‌রি ক‌বির হে‌সেন, ইদ্রিস আলী, সিপাই খ‌লিলুর রহমান, ইমাম হো‌সেন।

উদ্ধারকৃত বা‌জি বেনা‌পোল শুল্ক গুদা‌মে জমা করা হ‌বে ব‌লে তি‌নি জানান।

আপনার মন্তব্য

আলোচিত