সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৮ ২০:২২

রাজশাহীতে হিউম্যান রাইট ডিফেন্ডারের সভা অনুষ্ঠিত

হিউম্যান রাইট ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে রাজশাহী কলেজের ফুলার ভবনের উত্তর পাশে এই সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের  উপ-সহ পরিচালক ডক্টর মো. কামাল হোসাইন, আইইডি রাজশাহী ফেলো ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাবেক সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, অর্থ সম্পাদক অনিল রবিদাস, রাজশাহী কলেজ শাখার সভাপতি সাবিত্রী হেমব্রম এবং হিউমেন রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম রাজশাহীর সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোন এলাকায় আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘন হলে আমরা সেখানে প্রতিবাদ করব, এডভোকেসি, লবিং করব। সেই ঘটনা স্থলে গিয়ে রিপোর্ট তৈরি করব। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহায়তায় ঘটনা সমূহের সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও আদিবাসীদের অধিকার, শিক্ষা, মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে আমরা অবগত করব।

আপনার মন্তব্য

আলোচিত