বেনাপোল প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩৩

বেনাপোল সীমান্তে ২০ পিস স্বর্ণেরবারসহ আটক এক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ২০ পিস (দুই কেজি ৩শ’ গ্রাম) স্বর্ণের বারসহ সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি আটককৃত ব্যক্তি পাচারকারী দলের সদস্য।

রোববার সকালে বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বড় এক‌টি স্বর্ণের চালান নিয়ে এক পাচারকারী পাচারের উদ্দেশ্যে বেনাপোল থেকে সীমান্ত এলাকায় নি‌য়ে যাচ্ছে। এমন সময় আইসিপি বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি ইজিবাইক থামিয়ে চালক সবুজকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। প‌রে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২০ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত