নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৪২

২৪ ফেব্রুয়ারি থেকে চ্যানেল২৪-এ ‘আপনি কি আমার এমপি’

আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এ শুরু হতে যাচ্ছে টকশো ভিত্তিক অনুষ্ঠান ‘আপনি কি আমার এমপি’। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর স্বেচ্ছাসেবী সংগঠন আমারএমপি ডটকম।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২:১০ থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বেলা ১টা পর্যন্ত। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি আমারএমপি ডটকমের ফেসবুকে পেইজ থেকে প্রচারিত হবে।

এ্যাডক্লাবের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট বিভাগের ১৯টি আসন নিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। প্রথম পর্ব হবিগঞ্জ-১ আসন নিয়ে অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, খুলনা সহ অন্য বিভাগগুলোতে যাবে চ্যানেল ২৪ ও আমার এমপি ডটকম।

সাপ্তাহিক এই অনুষ্ঠানে প্রতিটি আসনের বর্তমান-সাবেক সংসদ সদস্য সহ, সম্ভাব্য নেতাদের আমন্ত্রণ জানানো হবে। কোন কোন ক্ষেত্রে স্থানীয় সাংবাদিক, বিশিষ্টজনদের উপস্থিতি থাকবে অনুষ্ঠানে।

ভবিষ্যৎ আইন প্রণেতারা কথা বলবেন তাদের আসন নিয়ে। ফলে, নিদিষ্ট ওই এলাকার জনগণ বুঝতে পারবে নেতাদের দৃষ্টিভঙ্গি ও তাদের পরিকল্পনা। এতে জনগণের সিদ্ধান্ত নেয়া সহজ হবে বলে মনে করছেন চ্যানেল ২৪ ও আমারএমপির কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত