বেনাপোল প্র‌তি‌নি‌ধি

১৫ মার্চ, ২০১৮ ২১:৩৮

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থে‌কে ১৫ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতদের মধ্যে ৬ পুরুষ, ৬ নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ এপারে এসে বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

বেনাপোল সীমান্তে ৭০ কেজি গাঁজা জব্দ

এদিকে, বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৭০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ত‌বে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বি‌জি‌বি সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মাদকের ওই চালানটি জব্দ করেন।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায়, ভারতের বনগাঁর সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে আসছে। পরে রঘুনাথপুরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুন জানান, জব্দ হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।




আপনার মন্তব্য

আলোচিত