বেনাপোল প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৮ ১৯:৪৮

প্রকৃত সেবার মন নিয়ে কাজ করতে হবে: এমপি আফিল

সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি আজ বহু বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিকদের প্রকৃত সেবার মন নিয়ে কাজ করতে হবে। গরিব, দুস্থ ও অসহায়রা আমাদেরই ভাই-বোন। তাঁরা রোগাক্রান্ত হয়ে থাকবে এটা হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেবার মৌলিক অধিকারের দিকে বেশি বেশি নজর দিতেন।

শনিবার (১৭ মার্চ) সকাল ৯টায় শার্শা উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ ফ্রি স্বাস্থ্য সেবার উদ্বোধন কালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ তাসমিম আলম, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

শার্শা প্রেসক্লাবের সহযোগিতায় বুরুজবাগান জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেড এ ফ্রি স্বাস্থ্য সেবার আয়োজন করে।

ফ্রি স্বাস্থ্য সেবায় ডা. ইকরামুল হক কিং, ডা. মুরসালিমুর রহমান শুভ, ডেন্টাল সার্জন ডা. মুনজুরুল আহসান মুন, ডা. নিজামুল ইসলাম, ডা. সৈয়দ মশিউর রহমান অংশগ্রহণ করেন। এ সময় প্রায় ৩ শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত