বেনাপোল প্রতিনিধি

২১ মার্চ, ২০১৮ ১৭:২৩

বেনাপোল সীমা‌ন্তে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বুধবার (২১ মার্চ) সকালে বেনাপোল সীমান্তবর্তী সাদীপুর গ্রামের মাঠের মধ্যে থে‌কে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ স্ব‌র্ণের বার উদ্ধার ক‌রেন।

বিজিবি জানায়, গোপন সংবা‌দের মাধ্য‌মে জানা যায় বেনাপোলের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান  চালায়। এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি প্যা‌কেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যা‌কে‌টের ভিতর থেকে ২০ পিস স্বর্ণের বার (দুই কেজি) পাওয়া যায়। যার বাজার দর ৭৭ লাখ টাকা।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ স্বর্ণের বার সম্পর্কে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হ‌য়েছে।

আপনার মন্তব্য

আলোচিত