বেনাপোল প্রতিনিধি

২৭ মার্চ, ২০১৮ ১৬:৩৩

বেনাপোল সীমান্তে ৩২ পিস স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ৩২ পিস (তিন কেজি ৪শ গ্রাম) স্বর্ণের বারসহ মিঠু তরফদার নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৭ মার্চ) সকালে বেনাপোল সীমান্তবর্তী গ্রাম শিকারপুর মাঠ থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মিঠু ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মোস্তফাপুর গ্রামের হযরত আলীর ছেলে।

বি‌জি‌বি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পারি বেনাপোল সীমান্তপথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এমন সময় বিজিবি সদস্যরা সেখা‌নে অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে বি‌শেষ কায়দায় কোমরের গামছায় মোড়ানো ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত