Advertise

সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০১৯ ১৩:৫৬

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকার মাতুয়াইলে মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোটাল সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হালিমা বেগম (৬০)। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সিলেট থেকে ছেলে ও মেয়ের সঙ্গে ঢাকা হয়ে বাড়ি ফিরছিলেন।

যাত্রাবাড়ী থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন, ভোর ৫টার দিকে সিলেটের বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় হালিমা নিহত হন। তাদের সাইনবোর্ড এলাকায় নামার কথা ছিল। কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে পড়ায় নামতে পারেনি। পরে তারা সিএনজি পাম্পের সামনে নামেন।

তিনি আরও বলেন, সবাই নামার রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি বাস হালিমাকে ধাক্কা দেয়। সন্তানদের সামনেই ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ যেতে বাস বদল করার জন্য তারা সেখানে নেমেছিলেন বলে পুলিশ জানায়।

এসআই জহিরুল বলেন, ঘটনার পরপরই জনগণের সহায়তায় বাসটি আটক এবং চালককে গ্রেপ্তার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত