সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৭

নারায়ণগঞ্জে মা ও দুই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বৌবাজার এলাকায় মা ও দুই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে। আরেক মেয়ে ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে আছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিদ্ধিরগঞ্জে আবদুস সোবহানের স্ত্রী নাসরিন বেগম (২৮), তার দুই মেয়ে নুসরাত (৬) ও খাদিজা (২) এবং অপর এক মেয়েকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে নিহত হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। সিআইডি ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সূত্র জানায়, নাসরিনের সঙ্গে তার বোনজামাইয়ের পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরেই নাসরিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। সেই বোনজামাই পলাতক রয়েছে। ঘটনার সময় নাসরিনের স্বামী কোথায় ছিলেন তা জানা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন সিদ্দিকী বলেন, 'কারা, কেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেব্যাপারে তদন্ত চলছে। পরে এ ব্যাপারে জানানো হবে।'

আপনার মন্তব্য

আলোচিত