সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৯ ১১:২৫

খুলনায় ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেখা মল্লিক (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন।

রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেখা যশোর জেলার কেশবপুর উপজেলার চিত্তরঞ্জন মল্লিকের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রেখা গত শনিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রোববার রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়। ডেঙ্গু ছাড়াও তিনি কিডনির সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের ৯ জন নারী, ২ জন শিশু, ১ জন স্কুলছাত্র এবং অন্য ৫ জন পুরুষ।


এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বেসরকারি সিটি মেডিকেল কলেজে ১ জন ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ১৩ জন খুলনার বাইরের জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত