সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ ১৩:২১

ইলিশ শিকারের অভিযোগে তিন পুলিশ সাময়িক বরখাস্ত

বরিশাল মহানগর পুলিশের (বন্দর থানা) তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।

বন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে ইলিশ শিকার করার অভিযোগে রোববার সন্ধ্যায় এই তিন পুলিশ সদস্যকে উপজেলা প্রশাসন আটক করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- এসআই আনিসুর রহমান, কনস্টেবল মোহাম্মদ আলী ও মো. জুলফিকার।

পটুয়াখালী জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ বলেন, ইলিশ রক্ষায় জেলার বাউফল উপজেলা মৎস্য বিভাগ ও প্রশাসন রোববার বিকালে অভিযান চালায়।

এক পর্যায়ে তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে একটি মাছ ধরার ট্রলার থেকে কনস্টেবল জুলফিকার ও মোহাম্মদ আলীসহ চারজনকে আটক করা হয়। এ সময় একটি স্পিড বোট নিয়ে কয়েকজন পালিয়ে যায়। ওই স্পিড বোটে এসআই আনিসুর রহমান ছিলেন বলে আটক দুই কনস্টেবল জানান।

আটকদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত