সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:২৯

অজয় রায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে সোমবার গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘অজয় রায় নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। একজন শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অনুকরণীয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় অজয় রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজয় রায় সোমবার রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অজয় রায় ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বাবা। অভিজিতকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ২৫ নভেম্বর জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে অজয় রায়কে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসিইউতে বেলা ১২টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি, বলেন আইসিইউতে দায়িত্বরত কর্মকর্তা ডা. আরিফুল হক।

অজয় রায় ২০১২ সালে একুশে পদক লাভ করেন।

আপনার মন্তব্য

আলোচিত