যশোর প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২০ ২১:০৯

যশোরে ৯৪ স্বর্ণের বারসহ আটক ৩

যশোরের নতুনহাট এলাকা থেকে ৯৪টি (ওজন ১০.৯৩৫ কেজি) স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), শার্শা থানার গোগা আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোরের নতুনহাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশি করে ১০.৯৩৫ কেজি স্বর্ণ (৯৪ টি বার) এবং ৩ জন আসামি আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত