সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২০ ১০:৫০

চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

মিরপুর চলন্তিকা বস্তির আগুনে দগ্ধ পারভীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে মারা গেছেন।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মৃত পারভীনের শরীরের ৯০ শতাংশ পুড়ে দগ্ধ হয়েছিল।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে মিরপুর চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনা ঘটে। সেই আগুনে পারভীন দগ্ধ হোন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে বার্ন ইউনিটে ভর্তি করেন।

শুক্রবার সন্ধ্যায় লোকমান হোসেন নামের এক ব্যক্তি বার্ন ইউনিটে পারভীনের খোঁজ নিতে আসেন। তিনি বলেন, পারভীনের আত্মীয়স্বজন বলতে কেউ নেই। বিয়ে করেন নি। মানুষের বাসায় কাজ করে নিজের সংসার চালাতেন তিনি। তাদের বাসাতেও কাজ করতেন। আগুনের ঘটনা শুনে তারা পারভীনের খোঁজ করতে চলন্তিকা বস্তিতে যান। সেখান থেকে তারা জানতে পারেন পারভীন আগুনে দগ্ধ হয়েছে। পরে হাসপাতালে এসে পারভীনকে দগ্ধ অবস্থায় দেখতে পায়।

রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় চলন্তিকা বস্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতের আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পেছনে দুটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণকে কারণ হিসেবে দেখছেন বস্তিবাসীর অনেকেই। তারা বলছেন, আগুন লাগার কিছুক্ষণ পর বিকট শব্দে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর পরপরই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। ভয়াবহ আগুনে নিমিষেই পুড়ে ছারখার হয় অন্তত ২০০টি বস্তিঘর।

আপনার মন্তব্য

আলোচিত