সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০২০ ২২:০৪

দেশে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্যের দাবি

দেশে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ হাসপাতাল। তারা বলছেন, প্লাজমা থেরাপি দেয়া রোগীর অক্সিজেন গ্রহণের ক্ষমতা একদিনেই বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার ডা. এমদাদুল হক।

দুই দিনের মধ্যেই পুলিশ হাসপাতালে রক্ত থেকে প্লাজমা সংগ্রহ শুরু হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার ডা. এমদাদুল হক বলেন, প্লাজমা থেরাপি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। তবে এখন পর্যন্ত রক্তের প্লাজমা আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে সেপারেশন করে নিয়ে আসতে হচ্ছে। আমরা পুলিশ হাসপাতালেই প্লাজমা প্রক্রিয়াকরণের মেশিন বসানোর কার্যক্রম শুরু করেছি। দুই তিন দিনের মধ্যেই এই কার্যক্রম শেষ হয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত