নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২০ ১৬:২৯

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৩৮, মৃত ৫৫, সুস্থ ১৯০৪

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা দুই হাজার ছাড়াল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ২ হাজার ৫২ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনের।

রোববার (৫ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা।

দেশে ৭১টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৪টির পরীক্ষার ফল পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনাকালে বাসায় থাকুন, সুস্থ থাকুন।

আপনার মন্তব্য

আলোচিত