আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর, ২০২০ ১৫:১৪

করোনার সংক্রমণ বেশি দিন মহামারি হিসেবে থাকবে না : মার্কিন চিকিৎসক

স্বল্প মেয়াদে পরিস্থিতি আরও খারাপের দিকে আগালেও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ার কারণে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ আর খুব বেশি দিন মহামারি হিসেবে থাকবে না।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) একটি থিংক ট্যাংক প্রতিষ্ঠানের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এখবর জানিয়েছে।

ড. অ্যান্থনি ফাউচি বলেন, অবশ্যই মহামারি আর বেশিদিন থাকবে না। কারণ আমি মনে করি ভ্যাকসিন পরিস্থিতি পাল্টে দেবে।

ফাউচি জানান, ভাইরাসের সংক্রমণ বৈশ্বিক পর্যায়ে বাড়লেও কিছু কিছু নির্দিষ্ট স্থানে অনেক কম রয়েছে। তিনি বলেন, সংক্রমণ কমে আসার মানে কিন্তু তা নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। একেবারে নির্মূল করতে পারব বলে আমার মনে হয় না। আমি মনে করি আমাদের তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

ড. ফাউচি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে ভ্যাকসিন প্রয়োগের পর। কয়েকদিন আগে যেহেতু স্পষ্ট হয়েছে সত্যিকার অর্থে কার্যকর ভ্যাকসিন প্রস্তুত হচ্ছে প্রয়োগের জন্য। কিন্তু ভ্যাকসিন আসলেই আমাদের লড়াই থামানো যাবে না। 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মধ্যেই এগিয়ে চলেছে ভ্যাকসিন উদ্ভাবনের গবেষণা। বিশ্বজুড়ে ১৪০টিরও বেশি গবেষণার কাজ চললেও ইতোমধ্যে বেশ কয়েকটি চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক-এর যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনের একটি। তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফল বিশ্লেষণ করে সোমবার (৯ নভেম্বর) ফাইজার দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর।

আপনার মন্তব্য

আলোচিত