সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২০ ২২:৫৯

৯০ বছরের নারীর দেহে করোনার প্রথম টিকা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম টিকা গ্রহণ করেছেন ৯০ বছর বয়েসি এক নারী। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে।

উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এই নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা গ্রহণ করলেন। তাকে টিকা প্রদান করেই যুক্তরাজ্যে গণহারে টিকা প্রদান কর্মসূচির শুরু হলো।

ওই নারীর নাম মার্গারেট ক্যানেন। নামে তিনি কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে এই টিকা গ্রহণ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত