আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২০ ১১:৪০

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ২০ হাজার ও আক্রান্ত ৭ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ২৮ লাখের বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ৭২ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ২৮ লাখ ২৪ হাজার ৯৩৬ জন এবং মারা গেছেন ১৬ লাখ ২০ হাজার ৪৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখ ১৮ হাজার ২৩৫ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৭৪ জন এবং মারা গেছেন তিন লাখ ৪৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬২ লাখ ৯৮ হাজার ৮২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ২৭ হাজার ১৪৫ জন, মারা গেছেন এক লাখ ৮১ হাজার ৮৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৬১ লাখ ৫৮ হাজার ৪৯ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ছয় হাজার ১৬৫ জন, মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৭০৯ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ লাখ ২২ হাজার ৬৩৬ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২৯৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৫ হাজার ৯৭৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় লাখ ২৭ হাজার ৭৫৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪২৭ জন, মারা গেছেন চার হাজার ৭৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ১২২ জন।

আপনার মন্তব্য

আলোচিত