নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২১ ১৬:০৩

ফের হাজার ছাড়াল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

দেশে ফের হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন আরও ৭ জন মানুষ।

বুধবার (১০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ঠিক দুই মাস আগে সর্বশেষ ১০ জানুয়ারি ১ হাজার ৭১  জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে গতকাল পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল। আজ বুধবার ফের হাজার ছাড়াল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হওয়ায় সব মিলিয়ে দেশে মৃতের মোট সংখ্যা ৮ হাজার ৪৯৬ জনে পৌঁছাল।

আর গত এক দিনে আরও ১ হাজার ১৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন হয়েছে।

এছাড়া স্বাস্থ্য বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত