সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০২১ ০০:১০

করোনার টিকা নিলেন ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৬৫৫ জন ও নারী ৬৩ হাজার ৩২১ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৩০ হাজার ১৫১ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন, আর ২ দুই লাখ ৯২ হাজার ৬৯৫ জন।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত