সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০২১ ১৭:২৯

করোনায় দেড় মাসে সর্বনিম্ন মৃত্যু

দেশে করোনাভাইরাসে মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত প্রায় দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।

মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন, তা নিয়ে দেশে মোট ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তা নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে ১২ হাজার। সংক্রমণ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত