আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২১ ১৩:০৫

ভারতে শনাক্ত নতুন রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু ফের চার হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল ৩ লাখ ২৬ হাজারে। আজ রোববার (১৬ মে) তা আরও কিছুটা কমে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে।

তবে ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

অবশ্য ভারতে সরকারি হিসাবে করোনায় মৃত্যু কম দেখানোর অভিযোগ উঠেছে। দিল্লিতে সাড়ে ৪ হাজার মৃতকে নথিভুক্ত করা হয়নি। গুজরাটের গ্রামাঞ্চলে সরকারি হিসাবে চেয়ে ২০ শতাংশ বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়ে দ্য হিন্দু।

সংক্রমণের লাগাম টেনে ধরতে দেশটিতে জোরদার টিকা কর্মসূচি চলছে। ইতোমধ্যে ১৮ কোটি ২২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত