সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০২১ ১২:৫৫

চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু ও রেকর্ড শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে তিন হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৩৩ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে দুই জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চান্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪, রাউজানের ৫৪, ফটিকছড়ির ৩০, হাটহাজারীর ৫৯, সীতাকুণ্ডের ২৩, মীরসরাইয়ের ১২ জন ও ২৩ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৮ হাজার ৩২৩ ও ১৯ হাজার ১৯৮ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৫৪ ও উপজেলা পর্যায়ের ৩৬১ জনসহ মোট ৯১৫ জন মারা গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত