সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০২১ ১৮:০৬

২৪১ মৃত্যুর দিনে শনাক্ত ১৩ হাজার ৮১৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৪১ জন। একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের শরীরে।

বুধবার (৪ আগস্ট) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭টিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে গত ২৪১ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

নারী-পুরুষ হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৩৭ জন, বাসায় ১৮ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন।

মৃতদের মধ্যে  বিশোর্ধ্ব ৫, ত্রিশোর্ধ্ব ২২, চল্লিশোর্ধ্ব ২৫, পঞ্চাশোর্ধ্ব ৫৫ ও ষাটোর্ধ্ব ৮২, সত্তরোর্ধ্ব ৩৫, অশীতিপর ১২ ও নবতিপর ৫ জন। গত চব্বিশ ঘণ্টায় মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জনে। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত