নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২১ ১৩:৩১

সিলেট বিভাগে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যু

সিলেট বিভাগে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগটিতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৫২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৭৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ হাজার ৫২৪ জনে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিবরণী থেকে যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৭ দশমিক ৭১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ, সুনামগঞ্জে ৯ দশমিক ৪১ শতাংশ, হবিগঞ্জে ৭ দশমিক ৮৯ শতাংশ এবং মৌলভীবাজারে ১৯ দশমিক ৫১ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১৭৩ জনের মধ্যে ১৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ৮ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৪৮৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৮৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৬৮৮ জন রয়েছেন।

একই সময়ে সিলেটে ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজার জেলার ২৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ২৯ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৬৪ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৯ জনের ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭১ জন মারা গেছেন।

এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ৩০ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ৫৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৫১১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত