সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:০৫

রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: ড. কামাল

রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে এমন অভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।

রোববার (৩০ ডিসেম্বর) নিজের ভোট প্রদানের পর ড. কামাল সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

এসময় ড. কামাল বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবৌজ্জল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।

এর আগে রোববার সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এ নেতা।  এ সময় তার সঙ্গে স্ত্রী হামিদা হোসেন, বড় মেয়ে ব্যারিস্টার সারা হোসেন ও ছোট মেয়ে দীনা হোসেন এবং সারা হোসেনের মেয়ে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত