সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৫

ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দশ বছর সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোট গ্রহণ চলছে দেশের ২৯৯টি আসনে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সারাদেশে ৬টি নির্বাচনী আসনে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। এসব আসনে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন সেখানকার ভোটাররা।

ঢাকা-৬ আসনে নিজের প্রথম ভোট ইভিএম পদ্ধতিতে দিতে পেরে খুশি বলে জানিয়েছেন স্থানীয় তরুণী সুইটি। তিনি বলেন, ভোট দিতে পেরে আমার ভালো লাগছে। প্রথম ভোট, প্রথমবারের ইভিএমে, ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এদিকে খুলনা-২ আসনের ভোটার সাহেদ রেজা বলেন, ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতিটা ভালো। অল্প সময়ের মধ্যে এ পদ্ধতিতে ভোট দেওয়া যায়। সারাদেশে এ পদ্ধতি চালু হলে দ্রুত সময় ভোটগ্রহণ ও ফলাফল দেওয়া সম্ভব হবে। ভোট দিতে কেউ না বুঝলে কর্মকর্তা তাকে সহযোগিতা করছেন।

প্রসঙ্গত, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসন।

আপনার মন্তব্য

আলোচিত