নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০১৮ ১১:২৫

ভোট ছাড়া আ.লীগ কখনই ক্ষমতায় আসেনি: অর্থমন্ত্রী

ভোট ছাড়া আওয়ামী লীগ কখনই নির্বাচিত হয়নি ও ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ইতিহাস ঘাটিয়ে দেখতে পারেন আওয়ামী লীগের ভোট ছাড়া ক্ষমতায় আসার কোন নজীর নেই।

এসময় তিনি বলেন, নির্বাচন ২০০৮ সালের মতই হচ্ছে।

নির্বাচনে এক রকমের উত্তেজনা আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে এরকম একটু উত্তেজনা থাকেই। এমন উত্তেজনা থাকবেই।

জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সবাই আশা করে জয়লাভ করবে। আমরা এ নির্বাচনে জয়লাভ করবো বলে আশাবাদী। অন্য স্থানের কথা বলতে পারবো না। তবে সিলেট-১ আসনে মনে হয় না এমন কোন কঠোর পথ পাড়ি দিতে হবে। ভোটারদের উপস্থিতিও ভালো।

পৃথিবীর কোন দেশে এমন সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয় না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও তাঁর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, অর্থমন্ত্রীর বোন জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত