ছাতক প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৮ ১২:০৭

ছাতকে সংঘর্ষে এক ঘন্টা বন্ধ থাকার পর ভোট ফের শুরু

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরমহল্লা ইউনিয়নের মবদিশর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী এমপি মুহিবুর রহমান মানিকের সমর্থকের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন। এদের মধ্যে মানিক সমর্থক একজনের অবস্থা গুরুতর।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটগ্রহণ আবার শুরু হয়েছে। থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে।

এদিকে ছাতকের কালারুকা দাখিল মাদ্রাসা কেন্দ্রেও নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত