হবিগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৫

হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও বিকেল আড়াইটার দিকে, শহরের কামড়াপুর, গরুর বাজার, বিকেজিসি উচ্চ বিদ্যালয়, স্টাফ কোয়ার্টার, এড়ালিয়া ও তেঘরিয়া এলাকায় পৃথকভাবে সংঘর্ষ হয়। এ সময় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত