সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩১

সাকিবের ফেসবুক পোস্টে গিয়ে এনসিপি নেতা সারজিসের গালি

ক্রিকেটে বাংলাদেশের অনেক অর্জনের নায়ক সাকিব আল হাসানের ফেসবুক পোস্টে গিয়ে গালাগাল করে এলেন এনসিপি নেতা মো. সারজিস আলম। সাকিবকে তিনি ‘লোভী ও শুয়োর’ বলেও মন্তব্য করেছেন।

সাকিবের ভেরিফায়েড আইডিতে গিয়ে সারজিস আলম লেখেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মত লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট।’

যে পোস্টে সাকিবকে গালাগাল করেন সারজিস, সেখানে এই বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছিলেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

এরআগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাকিবকে উদ্দেশ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

কারো নাম উল্লেখ না করে ক্রীড়া উপদেষ্টা এ স্ট্যাটাসটি দেন।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। কেন? কারণ, রাত ৯টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সাকিব লিখেন, ‘শুভ জন্মদিন, আপা।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কমেন্টে ইঙ্গিত পাওয়া যায়, ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন।

এদিকে, সাকিবের এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  ১৪ ঘণ্টায় ৭ লাখ ৬২ হাজার রিঅ্যাক্ট পড়েছে এই স্ট্যাটাসে, যাতে লাইক ও লাভ রিঅ্যাক্ট রয়েছে ৫ লাখের বেশি। 

আপনার মন্তব্য

আলোচিত