নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৫ ১১:০৭

ছুটির দিনে সকালে ভূমিকম্পে কাঁপল সিলেট

শুক্রবার ছুটির দিনে সকালে ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট। একইসময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাধবদী এলাকায়।

তবে তাৎক্ষণিকভাব কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ঢাকায় ভূমিকম্পের ফলে তীব্র ঝুঁকনি অনুভূত হয়। তবে সিলেটে হালকা অনুভূত হয়েছে। অনেকে টেরও পাননি।

এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে।

সিলেট এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

আপনার মন্তব্য

আলোচিত