২৬ নভেম্বর, ২০২৫ ২২:১৫
বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ নিয়ে কটুক্তির অভিযোগ এনে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহীদ মিনারে ‘হজরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেশের ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে।
কাফেলার যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবে না উল্লেখ করে বলেন, ওরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, প্রশাসনের কঠোর হতে হবে।
কাফেলার যুগ্ম সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেনকাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুসাদ্দিক আহমদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদ আহম, মাওলানা মুনায়েম আহমদ, পীর মাওলানা আব্দুল জব্বার, মুফতি মুহিউদ্দিন, মাওলানা ইয়াহিয়া প্রমুখ।
আপনার মন্তব্য