২৬ নভেম্বর, ২০২৫ ২১:৪৭
সিলেটে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর প্রথম স্থান অর্জন করেছে প্রবাসী উদ্যোগে প্রতিষ্ঠিত আল মদিনা ডেইরি ফার্ম।
বুধবার বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত প্রদর্শনীতে পুরস্কার প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আল মদিনা ডেইরি ফার্মের কর্ণধার সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সামছুল ইসলাম জানান, প্রদর্শনীতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে তাঁর প্রতিষ্ঠান।
সামছুল ইসলাম আরও জানান, আল মদিনা ডেইরি ফার্মের সকল কর্মকর্তা কর্মচারীদের সকলের আন্তরিক প্রচেষ্টার ফসল এই সাফল্য।
দেশের প্রতি ভালোবাসা ও আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে আল মদিনা সবসময়ই কাজ করে যাবে- এমনটাও জানান তিনি।
উল্লেখ্য , সিলেটের টুকেরবাজার ইউনিয়নের শ্যামল নগরের ভাটায় ২০১৩ সালে আল মদিনা ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী সামছুল ইসলাম।
আপনার মন্তব্য