ব্যারিস্টার তুরিন আফরোজ

০৮ নভেম্বর, ২০১৬ ২২:০৬

মুক্তিযোদ্ধাদের উপর আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত

নিঃসন্দেহে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীন বাংলাদেশ। তাদের অর্জিত বাংলাদেশে আমরা অনেকেই বিভিন্ন রকম উচ্চ পদে আসীন হয়ে সুযোগ সুবিধা ভোগ করে চলছি।

সেই মুক্তিযোদ্ধাদের উপর আঘাত মানে, দেশ হিসেবে বাংলাদেশের উপর আঘাত, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, সংবিধানের উপর আঘাত। আর যিনি মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করেন তিনি আঘাত করেন বাংলাদেশকে, স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে।

এই নিকৃষ্ট অপরাধটি যিনি করতে পারেন আমি বিশ্বাস করি তার কোন দল বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না ।

আমরা যদি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বাধীনতায় আঘাত করার অপরাধে যুদ্ধাপরাধীর বিচার করতে পারি তবে এই আমরাই পারব নিকৃষ্ট অপরাধীকে বিচারের মুখোমুখি করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। এই জন্য শুধু দরকার আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
[ফেসবুক থেকে]

  • ব্যারিস্টার তুরিন আফরোজ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের জন্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর

আপনার মন্তব্য

আলোচিত