শাহআলম সজীব

২৮ অক্টোবর, ২০১৮ ১২:৩৬

কোন আওয়ামী লীগ চান কামাল-মনসুররা

ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মনসুর, মস্তফা মহসিন মন্টু সহ আওয়ামী লীগত্যাগী নেতাদের এখন একই কথা, এই আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়? এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেনা ইত্যাদি ইত্যাদি?

আচ্ছা, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম এই আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়?

তবে কামাল হোসেন সহ সুলতান মনসুররা বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষক বিএনপির সাথে হাত মিলিয়ে এবং ঐক্যফ্রন্ট করে কোন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চান?

সেটা কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ?

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি খন্দকার মোস্তাক ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে, যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা না যায়।

পরে সামরিক জান্তা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চিরতরে রুদ্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল !

আফসোস হয় বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কামাল হোসেন আজ সেই কথা ভুলে গেছেন! বঙ্গবন্ধুর কল্যাণে এমপি ও মন্ত্রী হয়েছিলেন, হয়েছিলেন সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যানও।

সুলতান মনসুর ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন শেখ হাসিনার বদান্যতায়। তিনিও ভুলে গেছেন কারা ইনডেমনিটি আইন করেছিল? কারা বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকুরী দিয়েছিল সেই ইতিহাসও ভুলে গেছেন তিনি। অথচ প্রতিনিয়ত বলছেন বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর আদর্শের কথা! বলছেন, এই আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়!

কিন্তু হায়, জনাব সুলতান মনসুরদের পাশের চেয়ারেই বসা বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকরা!

মানুষ কতটা চরিত্রহীন হলে, আদর্শহীন হলে এমন ভাঁওতাবাজি কথা বলতে পারে!

চরিত্রহীন ও আদর্শহীন নীতি নৈতিকতার নিকৃষ্ট উদাহরণ কামাল হোসেন, সুলতান মনসুররা!

আপনার মন্তব্য

আলোচিত