সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৮ জুন, ২০১৯ ১৬:২২

সাকিব বেয়াদব থাকুক, সৌম্য-লিটন আরো বহুদূর যাক

সোমবার ওয়েস্ট ইন্ডিজের সাথে দুর্দান্ত জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে টাইগারদের বন্দনা। টাইগারদের কাছে নিজেদের প্রত্যাশার কথাও লিখেছেন অনেকে।

এই জয়ের পর লেখক হাসান মোরশেদ ফেসবুকে লিখেন-

 

রোবটিক পার্ফেক্ট বা মেগা মার্কেটিং টুল হয়ে না উঠুক।
বরং শশী থারুর যেমন লিখেছেন- Bangladesh's philosopher captain, মাশরাফি তেমনই থাকুক।

অন্যরা যখন বাজারের ধান্দায় ক্রিকেটকে ধর্ম বানিয়ে তুলছে তখন ক্রিকেটের ক্যাপ্টেন তুঁড়ি মেরে উড়িয়ে দিয়ে বলুক- ধুর এসব কিচ্ছু না। একজন কৃষক, একজন শ্রমিক, একজন মুক্তিযোদ্ধা এদেশকে যা দিয়েছেন ক্রিকেট সেই তুলনায় কিছুনা!

মাশরাফির টিমটাও এমনি থাকুক। সাকিব বেয়াদব থাকুক, তাকে নিয়ে যতো সমালোচনা 'পাত্তা দেইনা' মুডে সে উড়িয়ে দিক দুর্দান্ত পার্ফমেন্সে।

সৌম্য, লিটন আরো বহুদূর যাক- সব তুচ্ছ, ক্ষুদ্র, ঊনমানুষদের উড়িয়ে দিয়ে।

মুশফিকটাও এরকম বাচ্চা বাচ্চা বোকা বোকা থাকুক। সবাই কি মাশরাফির মতো এতো কান্ডজ্ঞানসম্পন্ন হবে নাকি?

দুনিয়াজুড়ে পার্ফেকেশনের প্রতিযোগীতায় বরং কিছু বর্ণিল ব্যক্তিত্ব তৈরী হোক। খেলাধুলা, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্য- সব মিলিয়ে আমাদের আরো আরো বর্ণিল ব্যক্তিত্ব গড়ে উঠুক, আরো প্রাণ, আরো উজ্জ্বলতা ...

আপনার মন্তব্য

আলোচিত