০৬ ডিসেম্বর, ২০১৯ ০১:৪০
বৃহস্পতিবার অনুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করা তরুণ এই নেতাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া বৃহস্পতিবার রাতে ফেসবুকে নাসির উদ্দিন খান লিখেন-
আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় আমি সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আমার উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি।
আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট, আমার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি যাদের অকৃত্রিম সমর্থন ও সহযোগিতার জন্য আমি আজকের পর্যায়ে এসেছি।
আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যাতে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
আপনার মন্তব্য