নিউজ ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৫ ০৭:৫৯

অর্জুনা রানাতুঙ্গা শ্রীলংকার নতুন ক্রীড়ামন্ত্রি

শ্রীলঙ্কার নতুন সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন  ক্রিকেট বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এটা তাঁর দ্বিতীয় দফা মন্ত্রিত্ব। 


মাইথিপ্রালা সিরিসেনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ২৫ জন মন্ত্রী ও ১০ জন সহকারী মন্ত্রী নিয়ে তার মন্ত্রী সভা গঠন করেছেন। সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেন নব নির্বাচিত প্রেসিডেন্ট। 



অর্জুনা রানাতুঙ্গা  ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর  ২০০০ সালে  অবসরে যাওয়ার পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্সে যোগ দেন তিনি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে শ্রীলঙ্কার পর্যটন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সাবেক ক্রিকেটার।


২০১০ সালে পিপলস অ্যালায়েন্স ছেড়ে যোগ দেন ডেমক্রেটিক ন্যাশনাল ফ্রন্টে। কিন্তু সেখানেও মত বিরোধের ফলে ২০১২ সালে পদত্যাগ করেন তিনি। এরপর তিনি শ্রীলঙ্কার ফ্রিডম পার্টিতে যোগ দেন। 

আপনার মন্তব্য

আলোচিত