নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৩:০২

ফিসপ্লেট খুলে ফেলায় রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজশাহীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান।

লাইনের ফিসপ্লেট খোলা থাকায় ললিতনগর স্টেশনের কাছে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

নাশকতার জন্যই কোনো এক সময় রেললাইনের ফিসপ্লেট খুলে রাখা হয় বলে ওসি ফরহাদ হোসেনের ধারণা।

রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোর ৫টার দিকে আমনুরা জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে।

লইন মেরামত শেষ হলে শিগগিরই ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশা করছেন তিনি।  

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত