নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০১৫ ১৪:০৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক গবেষনা কর্মশালা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক গবেষনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন এফ এ ও (FAO) ‌’র বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি মি. মাইক রবসন।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক গবেষনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন এফ এ ও (FAO) ‌’র বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি মি. মাইক রবসন। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, প্রফেসর ড. মো. শাহজাহান মজুমদারসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।

উদ্বোধনী অনুষ্ঠানে মি. মাইক রবসন বিশ্বের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা ও বৈশ্বির উষ্ঞায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি ভিত্তিক কৃষি গবেষনার উপড় গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা এবং কৃষি গবেষনায় স্থানীয় প্রান্তিক চাষীদের অধিকতর অংশগ্রহনের পরামর্শ দেন তিনি।
বাষিক গবেষনা কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের ১৬টি গবেষনাকর্ম উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’শো শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থী অংশ নেন।



আপনার মন্তব্য

আলোচিত